Abonil অবনীল By Muhammed Zafar Iqbal (PDF Bangla Boi)
Abonil অবনীল বইয়ের ফ্ল্যাপ থেকে কিছু কথা : ভয়ঙ্কর হিংস্র শব্দ শুনতে পাচ্ছে রিয়া। সমুদ্রের জলােচ্ছাসের মতাে হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণী ছুটে আসছে তাদের দিকে। রিয়া আর চিন্তা করতে পারছে না। কোনােভাবে সে উঠে দাঁড়াল, তারপর একপায়ে ভর দিয়ে ছুটে যেতে শুরু করল মহাকাশযানের দিকে। পায়ের নিচে শব্দ পাথর, অন্ধকারে হাতড়ে হাতড়ে সে এই পাথরের ওপর দিয়ে হেঁটে যায়। তাদে ঘিরে হিংস্র জন্তুগুলাে ছুটে যাচ্ছে, খুব কাছে থেকে ভয়ঙ্কর গলা ডেকে উঠছে হঠাৎ হঠাৎ। রিয়া কিছু দেখতে পাচ্ছে না,অন্ধকারে হঠাৎ কোথা থেকে তার ওপরে কিছু ঝাঁপিয়ে পড়বে এরকম একটা আতঙ্কে সমস্ত স্নায়ু টানটান হয়ে আছে। যন্ত্রণা আর পরিশ্রমে তার সমস্ত শরীর অবসন্ন হয়ে আসতে চাইছে, প্রচণ্ড তৃষ্ণায় বুকটা ফেটে যেতে চাইছে, তার মাঝে সে মহাকাশযানের দিকে ছুটে যেতে লাগল।