Quran And Science কোরআন ও বিজ্ঞান
আধুনিক সুধীজনদের অনেকে ভাবেন Quran And Science কোরআন ও বিজ্ঞান সাংঘর্ষিক । আল কুরআন বিজ্ঞান বিষয়ক কোনো গ্রন্থ নয় তারপরেও বিজ্ঞান ও কোরআন কখনই সাংঘর্ষিক নয়। কোরআন সবসময় বিজ্ঞানের কথা বলে। বিজ্ঞানময় গ্রন্থ আল কোরআন। বিজ্ঞান অর্থ হল বিশেষ জ্ঞান যা ব্যাপক গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে অর্জিত হয়। পবিত্র কোরআনের প্রতিটি আয়াতে বিশেষ জ্ঞান কেন সকল জ্ঞানের সার নির্যাস এতে সঞ্চিত রয়েছে। তাই কোরআন গবেষকদের গবেষণায় ধরা পড়েছে পবিত্র কোরআন একটি পরিপূর্ণ-পূর্ণাঙ্গ গ্রন্থ যা বিজ্ঞানের অনেক উর্ধ্বে ঐশী জ্ঞান ব্যতীত আর কিছু নয় । কোরআনের বৈজ্ঞানিক নির্দেশনা সমূহের অনুসন্ধান করতে গিয়ে কেউ হয়তাে দূরদৃষ্টির অভাবে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে ব্যর্থ হতে পারেন। কিন্তু তার অর্থ এ নয় যে, কোরআনে বিজ্ঞান সম্পর্কিত নির্দেশনায় কোনরূপ অসঙ্গতি আছে। কোরআন ও বিজ্ঞান এই ক্যাটাগরিতে কোরআন ও বিজ্ঞান বিষয়ক কিছু বই আপনাদের জন্য সাজিয়েছি। আশা করছি পাঠকগণের ভালো লাগবে।