Breaking News

কুরআন কিয়ামত ও পরকাল – মুহাম্মদ আনওয়ার হুসাইন (PDF Bangla Boi)

কুরআন কিয়ামত ও পরকাল – মুহাম্মদ আনওয়ার হুসাইন (PDF Bangla Boi)

কুরআন কিয়ামত ও পরকাল বই থেকে কিছু কথা :  প্রায় তিনশত বছর পূর্বে ইংরেজ দার্শনিক ও রাজনীতিক ফ্রান্সিস বেকন (Francis Becon) একটি কঠিন সত্য’ উক্তি করেছিলেন। তিনি বলেছিলেন সামান্য দর্শন জ্ঞান মানুষকে নাস্তিকতার দিকে নিয়ে যায়, আর গভীর দর্শন জ্ঞান তাকে ধর্মের পথে টেনে আনে।’ উক্ত তথ্যটি আমাদের বক্ষমান খণ্ডের শুরু থেকে শেষ পর্যন্ত প্রমাণিত বৈজ্ঞানিক তথ্যের অপ্রতিরােধ্য প্রবাহের ছোঁয়ার এক সােনালী আভায় কিরণ ছড়িয়ে মানব জাতিকে সত্য ধর্মের সুশীতল ছায়ার হাতছানি দিচ্ছে।

বিজ্ঞানের বর্তমান অগ্রগতিতে অর্জিত সাফল্যগুলােকে লেখক যেভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন তাতে আমার কাছে মনে হয়েছে, কিয়ামাত, পরকাল ও আল্লাহকে অস্বীকার করার ব্যাপারে বিজ্ঞান’-ই এখন বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। বিজ্ঞানের সর্বশেষ আবিষ্কারসমূহ যেন অদৃশ্য কোন এক প্রভাবশালী নিয়ন্ত্রকের ইশারায় কুরআনের পক্ষ অবলম্বনে ক্রমাগত এগিয়ে যাচ্ছে।

সঠিকভাবে কুরআনকে বুঝার জন্য বিজ্ঞানের কোন বিকল্প হতে পারে না । বস্তুতঃ জ্ঞানের তরী-ই পারে জ্ঞানসাগর পাড়ি দিতে। বইটি যে এক রূঢ় ও কটিন বাস্ততার কারণে সমগ্র বিশ্ববাসীর নিজ স্বার্থেই পড়ার প্রয়ােজন রয়েছে, তা কেবল অধ্যয়নের পরই অনুমেয় হতে পারে। আগামী দিনগুলােতে বিজ্ঞান যে অদৃশ্য ও ধর্মীয় বক্তব্যসমূহকে আরও প্রকাশ্য প্রমাণ ভিত্তিক উপস্থাপনে দৃঢ় ভূমিকা রাখবে, বইটি অধ্যয়নের পর তা এক প্রকার নিশ্চিতরূপেই বলা যায়।

কুরআন, কিয়ামত ও পরকাল - মুহাম্মদ আনওয়ার হুসাইন (PDF Bangla Boi)

বইয়ের বিবরণ :

নাম :  Quran, Resurrection and the Hereafter – কুরআন কিয়ামত ও পরকাল ।

লেখক / লেখিকা : Mhammod Anowar Hussain মুহাম্মদ আনওয়ার হুসাইন ।

অনুবাদঃ  ।

বিভাগ / জেনার : Quran And Science কোরআন ও বিজ্ঞান।

প্রকাশনী: র্যাকস পাবলিকেশনস ।

ভাষা : বাংলা ।

বইয়ের ফর্ম্যাট : পিডিএফ এইচডি স্ক্যান

পৃষ্ঠাগুলির সংখ্যা : ৩৬৩ পৃষ্ঠা।

পিডিএফ ফাইলের আকার : ২৭.২ মেগাবাইট

সূত্র : ইন্টারনেট।

সংগ্রহ করেছেন : BookBDarchive.com

লেখক সম্পর্কে কিছু কথা :

মুহাম্মাদ আন্ওয়ার হুসাইন, পিতা মরহুম জামাল আহাম্মদ, মাতা জয়গুনা বানু, | লেখকের জন্ম চাদপুর জেলার ফরিদগঞ্জ

থানার অন্তর্গত দেইচর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। জন্মগ্রহণ করেন ১৯৫৯ সালে। তাঁর শৈশবকাল গ্রামেই কাটে।

পিতার চাকুরী সুবাদে তাঁকে বিভিন্ন স্থানে পড়াশুনা করতে হয়। কৈশরকাল কাটে ভৈরবে। সেখানে প্রাথমিক শিক্ষা শেষ করার

সাথে সাথে তিনি চট্টগ্রামে পাহাড়তলী রেলওয়ে হাইস্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন।

অতঃপর যখন তিনি ৭ম শ্রেণীতে উন্নীত হন তখনই ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়ে যায় ফলে তাঁর শহরে থাকা

অসম্ভব হয়ে পড়ে এবং তিনি পরিবারের সবার সাথে গ্রামের বাড়িতে চলে যান। সেখানে গ্রামের স্কুলে ৭ম শ্রেণীতে ভর্তি হন

১৯৭৪ সালে তিনি এস.এস.সি পরীক্ষায় সাফল্যজনকভাবে উত্তীর্ণ হন। তিনি ১৯৭৫ সালে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে

ভর্তি হয়ে ১৯৭৯ সালে পাওয়ার টেকনােলজি থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হন।

১৯৮০ সাল থেকে তিনি তিন বছর চট্টগ্রাম পাের্টে এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে চাকুরী করেন। অতঃপর সৌদি আরবের রিয়াদে

একটি কোম্পানীতে চাকুরী নেন। একই কোম্পানীতে প্রায় ২০টি বছর চাকুরীরত থাকাকালে কুরআন ও বিজ্ঞান বিষয়ে তার

লেখার খুবই আগ্রহ জাগে এবং উক্ত বিরাট সময়ে তিনি কুরআন ও বিজ্ঞানের অসংখ্য দলিল সংগ্রহ করেন। যার উপর ভিত্তি

করে পরবর্তী সময়ে তিনি কাঙ্ক্ষিত লেখায় নিজেকে পরিপূর্ণরূপে আত্মনিয়ােগ করেন।

বাংলাদেশে আসার পর তিনি ডিভাইন লাইট রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করে তার গবেষণা চালিয়ে যান। বিগত কয়েক বছর থেকে

‘লাইট আপন লাইট’ নামে একটি জনপ্রিয় টিভি প্রােগ্রাম তিনি এককভাবে পরিচালনা করে আসছেন। এছাড়াও বাংলাদেশের

কুরআন ও বিজ্ঞান গবেষকদের মধ্যে যােগাযােগ সাধন করে এ কাজকে এগিয়ে নেয়ার জন্য। ২০০৭ সালে তিনি অন্যান্যদের

সাথে, ‘দি রিসার্চ ফাউন্ডেশন ফর কুরআন এন্ড সাইন্স’ প্রতিষ্ঠা করেন। তার এই সাধনার পেছনে একটি মাত্র লক্ষ্য ও উদ্দেশ্য

কাজ করছে, আর তা হচ্ছে মহান স্রষ্টা ও প্রতিপালক একমাত্র আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জন। আমরা তার সর্বাঙ্গীণ মঙ্গল

কামনা করছি।

 

 

View Or Collect

 

 

Collect Now

About admin

Check Also

আল বিদায়া ওয়ান নিহায়া - ইসলামের ইতিহাস আদি-অন্ত - আল্লামা ইব্‌নে কাছীর (রহ.) - ( PDF bangla Boi ) Cover

আল-বিদায়া ওয়ান-নিহায়া – ইসলামের ইতিহাস : আদি-অন্ত – আল্লামা ইব্‌নে কাছীর (রহ.) – ( PDF bangla Boi )

আল বিদায়া ওয়ান নিহায়া – ইসলামের ইতিহাস : আদি-অন্ত – আল্লামা ইব্‌নে কাছীর (রহ.) – …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *