Breaking News

Empire of the Moghul – Raiders from the North অ্যাম্পেয়ার অব দ্য মোঘল রাইডারস ফ্রম দ্য নর্থ by Alex Rutherford অ্যালেক্স রাদারফোর্ড.

Empire of the Moghul – Raiders from the North অ্যাম্পেয়ার অব দ্য মোঘল রাইডারস ফ্রম দ্য নর্থ  by  Alex Rutherford অ্যালেক্স রাদারফোর্ড.

Empire of the Moghul – Raiders from the North অ্যাম্পেয়ার অব দ্য মোঘল রাইডারস ফ্রম দ্য নর্থ ইতিহাসের সবচেয়ে শক্তিশালী একটি ইপিক গল্প ।

মধ্য এশিয়ার সমভূমি থেকে ষােড়শ শতকে | পরাক্রমশালী মােঘল সাম্রাজ্যের উৎপত্তি । অ্যালেক্স রাদারফোর্ড পাঁচটি শক্তিশালী

আর পর্যায়ক্রমিক উপন্যাসে যার শুরু রাইডারস ফ্রম দ্য নর্থ-এ মােঘল সাম্রাজ্যের আর এর সম্রাটদের অবর্ণিত কাহিনীর

ধারাবাহিকতায় ইতিহাসের অন্যতম শক্তিশালী, সমৃদ্ধশালী আর জৌলুষময় সাম্রাজ্যের উথান পতনের কাহিনী বিবৃত করার

প্রয়াস পেয়েছেন । ১৪৯৪ সাল সেই বছর ফারগানার সুলতান এক | চিত্তাকর্ষক দূর্ঘটনায় মৃত্যুবরন করেন। তার একমাত্র

উত্তরাধিকারী, বারাে বছর বয়সের বাবর আপাতদৃষ্টিতে সমাধানের অতীত সমস্যার কেন্দ্রবিন্দুতে নিজেকে আবিষ্কার করে ।

কিশাের বাবর তার মহান পূর্বপুরুষ তৈমূরের যােগ্য উত্তরসূরীতে নিজেকে পরিণত করার শপথ নেয়, যার সামরিক

অভিযানসমূহ দিল্লী থেকে ভূমধ্যসাগর, সমৃদ্ধ পারস্য থেকে ভােলগার তীরবর্তী অরণ্যভূমির চেহারা আমূল বদলে দিয়েছিল।

কিন্তু সাম্রাজ্যের অধিকারী হবার তুলনায় বাবরের বয়স তখন বিপজ্জনকভাবে অল্প। গরগানার ন্যায়সঙ্গত সুলতান হিসাবে

নিজেকে ঘােষণা করতে প্রয়ােজনীয় সংখ্যক গােত্রপতি, সর্দারদের আনুগত্য লাভ করবার পূর্বেই তার সালতানাতের বিরুদ্ধে

ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করে, এমনকি তার প্রাণ সংশয় দেখা দেয় । আর শীঘ্রই কিংবদন্তীর শহর সমরকন্দের প্রতি তার মােহ

বৃদ্ধি পেলে এবং বাবর ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক হয়ে উঠলে সে বুঝতে পারে যে নির্ভীক আর সাহসী নেতাও বিশ্বাসঘাতকতার

শিকার। হতে পারে। বিজ্ঞর পরামর্শদাতা আর সাহসী। সেনাপতিদের দ্বারা পরিবেষ্টিত অবস্থায় বাবর ভারতে বিশাল এক সাম্রাজ্য

স্থাপনে সক্ষম হলেও প্রতি পদক্ষেপে তাকে গােত্রগত দ্বন্দ্ব, আক্রমনকারী সেনাবাহিনী আর নিমাম উচ্চাকাখী শত্রুর

মােকাবেলা করে, বিপদসঙ্কুল পথে অগ্রসর হতে হয়েছে।

 

কয়েক ঘন্টা পরে, দুপুরের ঠিক আগে আগে, শীতের সূর্য। দৃশ্যপটের উপরে অকাতরে রূপালি আলাে বিকিরিত করার মাঝে।

বাবর আঙ্গুলে তৈমূরের সােনার অঙ্গুরীয়, কোমরে কোষবদ্ধ। আলমগীর আর উদ্দাম তুর্যনাদের মাঝে কাবুলের দূর্গপ্রাসাদ

থেকে। ঘােড়ায় উপবিষ্ট অবস্থায় বেড়িয়ে আসে । শহরের উচু দেয়ালের । বাইরে বের হয়ে আসার সময়ে তার পেটের ভেতরে

কেমন দলা। পাকিয়ে উঠে-আশঙ্কা, উত্তেজনা নাকি পূর্বাভাষ? তার বহু পরিচিত। বহুবার অনুভব করা অনুভূতি। কিন্তু এবারের

ব্যাপারটা আলাদা। প্রচণ্ড একটা ঐকান্তিকতা তাকে। আপুত করে রাখে। সত্যি সত্যি ভাগ্যদেবী এবার তার প্রতি প্রসন্ন।

হয়েছেন… তাকে কেবল সুযােগের সদ্ব্যবহার করতে হবে, আগে যা। কিছু হয়েছে-ফারগানার সিংহাসনের দাবীতে তার লড়াই।

উজবেকদের পরাস্ত করে সমরকন্দ দখলে রাখার প্রয়াস, তার কাবুল শাসন-সবই তার নিজের অপার ভাগ্য এবং তার ভাবী।

সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর বলে পরিগণিত হবে…

Empire of the Moghul - Raiders from the North অ্যাম্পেয়ার অব দ্য মোঘল রাইডারস ফ্রম দ্য নর্থ by Alex Rutherford অ্যালেক্স রাদারফোর্ড.

 

 


 

Book Details: 

Name : Empire of the Moghul – Raiders from the North অ্যাম্পেয়ার অব দ্য মোঘল রাইডারস ফ্রম দ্য নর্থ . 

Writer : Alex Rutherford অ্যালেক্স রাদারফোর্ড.

Translator :  Sadikul Islam Kollol সাদেকুল আহসান কল্লোল। 

Language: Bengali

Format: pdf
 
PDF File Size: 13.2 Megabytes
 
Source : Internet.
 
Collected By: Bookbdarchive
 
লেখক সম্পর্কে কিছু কথা :

অ্যালেক্স রাদারফোর্ড হলেন ডায়ানা প্রেস্টন এবং তাঁর স্বামী মাইকেল প্রেস্টন নামে দুই লেখকের ছদ্মনাম। “রাদারফোর্ড” ছয়টি বইয়ের ঐতিহাসিক

কথাসাহিত্য সিরিজের সম্রাট অফ মোগুলের জন্য পরিচিত।প্রিস্টনস অ্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ে যথাক্রমে ইতিহাস এবং ইংরেজি পড়াশোনা করেন।

উভয়ই ভ্রমণ প্রিয়াসু এবং তারা ১৪০ টিরও বেশি দেশ পরিদর্শন করেছেন।

তাদের সবচেয়ে বড় ভালবাসা ভারত। তাজমহল নির্মাণের বিষয়ে তাদের গবেষণার ফলে তারা রাজবংশের প্রথম দিকের ইতিহাস – মুঘল সাম্রাজ্যের

সন্ধান করেছিল। তারা মোগল সাম্রাজ্যের কাল্পনিক রচনাটির জন্য মুঘল রাজবংশের প্রতিষ্ঠাতাদের ইতিহাস বোঝার জন্য মোগল আমলের সমস্ত

ইতিহাস পড়েন। কয়েক বছর ধরে তারা কিরগিজস্তানের ফারঘানা উপত্যকা থেকে শুরু করে মুঘলদের সমস্ত জায়গা চষে বেড়ান – প্রথম মোগুল

সম্রাট, বালক-রাজা বাবরের বাড়ি – ইরান এবং লাল মরুভূমি জুড়ে উজবেকিস্তানের নীল গম্বুজ এবং সমারকন্দের মিনারগুলিতে। অক্সাস নদীতে, হিন্দু

কুশের উপর দিয়ে কাবুল এবং আফগানিস্তান এবং খাইবার পাড়ি দিয়ে উত্তর ভারতের সমভূমিতে। মোগুলের সাম্রাজ্যে ছয়টি বই রয়েছে যা ২০০

বছরের মধ্যে বিশ্বের অন্যতম শক্তিশালী, উদাসীন এবং গ্ল্যামারাস রাজবংশের মহাকাব্য উত্থান এবং পতন সম্পর্কিত।

মোগল সিরিজ অবধি তারা কেবল গুরুতর অ-কল্পকাহিনী করেছিল, এবং এটি ছিল ঐতিহাসিক কথাসাহিত্যে তাদের প্রথম প্রচেষ্টা। তাদের পূর্বের

লেখার এবং এই নতুন সিরিজের মধ্যে পার্থক্য তৈরি করার জন্য তারা একটি নতুন ব্যক্তিত্ব তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন । “রাদারফোর্ড”

নোবেলজয়ী আর্নেস্ট রাদারফোর্ডের কাছ থেকে এসেছিলেন এবং অ্যালেক্স এমন একটি নাম হিসাবে বেছে নেওয়া হয়েছিল যা পুরুষ বা মহিলা হতে

পারে।

অনুবাদকের কথা :

সাদেকুল আহসান কল্লোল। অনুবাদ সাহিত্য দিয়ে যার যাত্রা শুরু | হিসাববিজ্ঞানে স্নাতক করে নিজের আগ্রহেই শুরু করেছেন

অনুবাদ । ইচ্ছে ইউরােপের নানা ভাষার উপন্যাস অনুবাদ করে সাহিত্যের একটা বিপণন অবস্থা চালু করা, সবার মতামত সবার

কাছে পৌছে দিতে চাই। নরওয়ের লেখিকা-কি লিখছে আমরা জানি না, জানতে কিছু চাই তেমনি তাকেও জানাতে চাই আমাদের

সাহিত্যের কথা। এই স্বপ্ন নিয়ে অনুবাদে হাত দিয়েছি। দেখা যাক কি হয়!

 
 
 
 
 

 

 

 

About admin

Check Also

The-Hundred-বিশ্বের-শ্রেষ্ঠ-১০০-মনীষীর-জীবনী -By-মাইকেল-এইচ.-হার্ট-(Translate-PDF-Bangla-Boi)-featured-image

The Hundred বিশ্বের শ্রেষ্ঠ ১০০ মনীষীর জীবনী  By মাইকেল এইচ. হার্ট (Translate PDF Bangla Boi)

The Hundred বিশ্বের শ্রেষ্ঠ ১০০ মনীষীর জীবনী  By মাইকেল এইচ. হার্ট (Translate PDF Bangla Boi) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *