The Outsider দি আউটসাইডার by Albert Camus (Translate PDF Bangla Boi)
The Outsider দি আউটসাইডার -এর নায়ক মারসাে। আলজিয়ার্সে সে সামান্য এক চাকুরি করে। ফরাসি আলজিরীয় মধ্যবিত্ত
অবিবাহিত যুবক হিসেবে তার দিন কেটে যায় নিরানন্দ ফ্ল্যাটে, সপ্তাহান্তে মেয়েবন্ধুকে নিয়ে। কিন্তু সমাজের চোখে সে দোষী,
কারণ সমাজ মনে করে তার মধ্যে অভাব আছে মৌল আবেগ ও প্রতিক্রিয়ার। দ্বাদশ ব্যক্তি হিসেবে সে পর্যবেক্ষণ করে জীবন,
যৌনতা, মৃত্যু। তারপর ঘটনাচক্রে সে খুন করে, সােপর্দ করা হয় তাকে আদালতে। আদালতের বিচার ও অন্তিমে মুত্যুদণ্ডের রায়
পর্যবেক্ষণ করে সে নিরাসক্তভাবে। এ-সম্পর্কে সিরিল কনােলি লিখেছিলেন, সে (মারসাে) একটি নেতিবাচক ধ্বংসাত্মক শক্তি, যে
তুলে ধরে বুর্জোয়া এথিকসের অবাস্তবতা।
মূল বইটি লেখা হয়েছিল ফরাসিতে, নাম ‘ল্য এত্রানজার’। ১৯৪৬ সনে স্টুয়ার্ট গিলবার্ট ‘দি আউটসাইডার নামে তা অনুবাদ
করেছিলেন ইংরেজিতে। বর্তমান অনুবাদক উপরােক্ত ইংরেজি অনুবাদ (পেঙ্গুইন ১৯৬১) ব্যবহার করেছেন। বাংলা অনুবাদের
ক্ষেত্রে যথাসম্ভব ইংরেজি অনুবাদের রীতিটি অনুসরণের চেষ্টা করা হয়েছে, তবে সবক্ষেত্রে যে সে-প্রচেষ্টা সম্ভব হয়েছে এমন
কথা বলা যায় না। বাংলা অনুবাদের ক্ষেত্রে “দি আউটসাইডার’ নামটিই ব্যবহৃত হল কারণ এ-নামেই গ্রন্থটি সমধিক পরিচিত।
অনুবাদ ও প্রকাশের বিভিন্ন পর্যায়ে আমাকে সাহায্য করেছেন সর্বজনাৰ বশীর আলহেলাল, আবুল হাসানাত ও মুহম্মদ নুরুল
হুদা। আমি তাদের কাছে কৃতজ্ঞ।
মুনতাসীর মামুন ঢাকা, ১৯৭৩