Breaking News

Abu Dawood Bangla Hadith (আবু দাউদ শরীফ বাংলা হাদিস) Part-04(Bangla PDF Book)

Abu Dawood Bangla Hadith (আবু দাউদ শরীফ বাংলা হাদিস) Part-04(Bangla PDF Book)

হাদীসের সুনান গ্রন্থগুলোর মধ্যে অন্যতম হলো Abu Dawood Bangla Hadith সুনান আবূ দাউদ। ইমাম আবু দাউদ (রহ)

সুনিপুণভাবে ফিকহী মাসআলা অনুসারে দাউদ শরীফ গ্রন্থটিকে সাজিয়েছেন। তাইতো ফিক্বাহবিদগণ বলেন : “একজন

মুজতাহিদের পক্ষে ফিক্বাহর মাসআলা বের করতে আল্লাহর কিতাব কুরআন মাজীদের পরে এই সুনান আবূ দাউদই যথেষ্ট।

এটি আবু দাউদ শরীফের ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত অনুবাদ, যা তাহক্বীককৃত নয়। এছাড়া বাজারে

সুনানে ইবনে মাজাহ, সুনানে তিরমিজি এবং সুনানে নাসঈ কিতাব রয়েছে।হাদিস গ্রন্থের মধ্যে রয়েছে বুখারী শরীফ, মুসলিম

শরীফ যার কিনা সকল হাদিসকেই সহিহ বলা হয়।

 

 

Book Details:

Name: Abu Dawood আবু দাউদ শরীফ .

Writer: ইমাম আবু দাউদ (রহ.)

Category/Genre: Islamic, Abu Dawood .

Language: Bengali

Format: PDF

PDF File Size: 16.2 Megabytes.

Source: Internet.

Collected By: BookBDarchive.com

সুনানে আবু দাউদ-এর সংকলক ইমাম আবু দাউদ (রহ.) ইলমে হাদিস চর্চার স্বর্ণযুগ ২০২ হিজরি সনে, ৮১৭ খ্রিস্টাব্দে বর্তমান

আফগানিস্তানের অন্তর্গত কান্দাহার ও চিশতের কাছে সিস্তান নামক স্থানে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম সুলাইমান,

উপনাম আবু দাউদ, বাবার নাম আশয়াস, দাদার নাম ইসহাক। জন্মস্থানের সঙ্গে সম্পর্ক রেখে তাঁকে সিজিস্তানি বা সিস্তানি বলা

হয়। ইমাম আবু দাউদ (রহ.)-এর শৈশব সম্পর্কে বিশদভাবে তেমন কিছু জানা যায় না। তবে তাঁর জীবনী সম্পর্কে বিভিন্ন

লেখকের লেখা পড়লে অনুমিত হয় যে ইমাম আবু দাউদ (রহ.)-এর শৈশব সিস্তানেই কেটেছিল এবং তিনি পারিবারিক পরিমণ্ডলে প্রাথমিক শিক্ষা অর্জন করেন।

তথ্যানুসন্ধানে জানা যায়, ইমাম আবু দাউদ (রহ.) তাঁর যৌবনে ‘সুনানে আবু দাউদ’-এর রচনা সম্পন্ন করেন। তিনি স্মৃতিবদ্ধ হাদিসের বিশাল ভাণ্ডার থেকে যাচাই-বাছাই করে মোট চার হাজার ৮০০ হাদিস তাঁর সুনান গ্রন্থে সনি্নবেশ করেন। এ বিষয়ে তিনি নিজেই বলেন, ‘আমি রাসুলে করিম (সা.)-এর পাঁচ লাখ হাদিস লিপিবদ্ধ করেছিলাম। তার মধ্য থেকে বাছাই করে মনোনীত হাদিসগুলো এ গ্রন্থে সনি্নবেশ করেছি।’ ইমাম আবু দাউদ (রহ.) গ্রন্থখানা সংকলনের পর প্রথম তা নিজের উস্তাদ ইমাম আহমাদ ইবনে হাম্বল (রহ.)-এর সামনে উপস্থাপন করেন। ইমাম আহমাদ (রহ.) গ্রন্থখানা খুবই পছন্দ করেন এবং একখানা উত্তম হাদিস গ্রন্থ বলে খুবই প্রশংসা করেন।

 
 
 
 
 
 

Collect PDF

About admin

Check Also

The Productive Muslim - প্রোডাক্টিভ মুসলিম By Mohammed Faris মোহাম্মদ ফারিস (PDF Bangla Boi) cover

The Productive Muslim – প্রোডাক্টিভ মুসলিম By Mohammed Faris মোহাম্মদ ফারিস (PDF Bangla Boi)

The Productive Muslim – প্রোডাক্টিভ মুসলিম By Mohammed Faris মোহাম্মদ ফারিস (PDF Bangla Boi) The …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *