Breaking News

Al Qur’an – আল কোরআন With Bangla Translate (PDF Bangla Boi)

Al Qur’an – আল কোরআন With Bangla Translate (PDF Bangla Boi)

Al Qur’an -আল কোরআন  মাজীদ অথবা কুরআ-ন মাজী-দ ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ, যা আল্লাহর বাণী বলে মুসলমানরা বিশ্বাস করে থাকেন।

এটি আরবী সাহিত্যের সর্বোৎকৃষ্ট কর্ম হিসেবে বিবেচিত হয়ে থাকে। কুরআনকে প্রথমে অধ্যায়ে ভাগ করা হয় এবং অধ্যায়গুলো আয়াতে বিভক্ত করা হয়েছে।

Al Qur'an - আল কোরআন With Bangla Translate (PDF Bangla Boi)

Book Details:

Name: Al Qur’an আল কোরআন

Category/Genre: Islamic, Al Qur’an.

Language: Arabic,Bengali

Format: PDF

Source: Internet.

PDF File Size: 49.4 Megabytes.

Collected By: BookBDarchive.com

কোরআন সংরক্ষণের সংক্ষিপ্ত ইতিহাস :

মহানবী স. এর জীবদ্দশায় তাঁর তত্ত্বাবধানে প্রথম পূর্ণ Al Qur’an আল কুরআন লিপিবদ্ধ হয়। কিন্তু এগুলো এক জায়গায় একত্রিত করা হয়নি।

প্রথম খলিফা হযরত আবু বকর রা.-এর যুগে দ্বাদশ হিজরি সালে ইয়ামামার যুদ্ধে সত্তর জন হাফেজে কুরআন শাহাদাত বরণ করেন।

এতে হযরত ওমর রা. উদ্বিগ্ন হয়ে পড়েন।

তিনি খলিফা আবু বকর রা.-কে বলেন,”এভাবেজিহাদে হাফেজগন শহীদ হতে থাকলে Al Qur’an আল কুরআন অনেক অংশ বিলুপ্ত হওয়ার আশংকা রয়েছে।

অতএব,আপনি কুরআনমাজিদ একত্রেসংকলনের ব্যাবস্তা গ্রহন করুন।” প্রথমে আবু বকর রা. রাজি না হলেও ওমর রা. এর অনুরোধে রাজি হন।

কুরআন সংরক্ষণের এ দ্বায়িত্ব রাসূল স. এর যুগের ওহি লেখক সাহাবি যায়েদ ইবনে সাবেত রা. এর উপর প্রদান করা হয়।

যায়েদ ইবনে সাবেত রা. নিজে হাফেজে কুরআন ছিলেন।তিনি কুরআন সংকলন করার ব্যাপারে দুটি পদ্ধতি অবলম্বন করেন।

একটি হলো-কুরআনের আয়াতটি সংশ্লিষ্ট সাহাবা মুখস্থ বলবেন,অপরটি হলো তিনি মহানবী স. এর যুগে লিখিত ঐ আয়াতটি প্রদর্শন করবেন।

তিনি লিখিত ছাড়া কুরআনের আয়াত সত্যায়নের জন্য যতেষ্ট মনে করেননি।

তিনি বহু যাচাই বাছাই করতঃসাহাবায়ে কেরামের নিকট রক্ষিত রাসুলুল্লাহ স. এর জীবদ্দশায়

লিখিত বিভিন্ন পাণ্ডুলিপি থেকে সে সময়ের আবিষ্কৃত বিশেষ কাগজে গ্রন্থাকারে Al Qur’an আল কুরআন লিপিবদ্ধ করেন।

লিপিবদ্ধ Al Qur’an কুরআনটি হযরত আবু বকর রা.-তত্ত্বাবধানে রাখা হয়।তাঁর ওফাতের পর,এটি হযরত ওমর রা.-এর হেফাজতে থাকে।

তাঁর শাহাদাতের পর,তাঁরই ওসিয়ত অনুসারে কুরআনের এ প্রতিলিপিটি নবি করিম স. এর স্ত্রী বিবি হাফসা রা.-এর

নিকট গচ্ছিত থাকে। তৃতীয় খলিফা উসমান রা. -এর যুগে ইসলামি সম্রাজ্যের ব্যাপক প্রসার ঘটে।

ইসলামের এ প্রসারের ফলে বিভিন্ন জাতি ও ভাষাবাষি লোকেরা দলে দলে ইসলাম কবুল করে।

তাঁদের অনেকেই কুরআনের গঠন পদ্ধতি অনুসরণ করে কুরআনের বিশেষ শব্দ উচ্চারণ করতে পারত না।

বিশেষ করে আরমেনিয়া এবং আজারবাইজান যুদ্ধে সমবেত মুসলমানদের কুরআন পাঠ পদ্ধতির বিভিন্নতা

দেখে বিশিষ্ট সাহাবি হুযাইফা রা. খলিফা উসমান রা.-কে বিষয়টি অবহিত করেন।

তিনি অবিলম্বে এ নিয়ে নেতৃস্থানীয় সাহাবাদের সাথে পরামর্শ করে চার জন বিশিষ্ট সাহাবা সমন্বয়ে একটি বোর্ড গঠন করেন।

এ চার জন সাহাবা হচ্ছেন-

যায়েদ ইবনে সাবিত রা.
আব্দুল্লাহ ইবনে যুবাইর রা.
সাইল ইবনুল আস রা.
আব্দুর রহমান ইবনে হারিস রা.

 

হযরত উসমান রা.-এর উদ্দোগে হিজরি ২৪ সালে শেষবারের মতো Al Qur’an আল কুরআন সংকলনের এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বোর্ড হযরত হাফসা রা.-এর নিকট সংরক্ষিত মূল কপিটি সংগ্রহ করেন।উক্ত বোর্ড পূর্বলিখিত প্রতিলিপিটি

অনুসরণ করে পাঠ ও উচ্চারনের বিভিন্নতা দূর করার জন্য শুধু কুরাইশি উচ্চারণ ও ভাষায় তার আরও সাতটি প্রতিলিপি প্রস্তুত করেন।

বর্ণিত আছে যে,সাতটি প্রতিলিপি তৈরি করে মক্কা,শাম,ইয়েমেন,বাহরাইন,বসরা ও কুফা প্রদেশে একটি করে প্রেরণ করা হয়।

আর রাজধানী মদিনাতে একটি কপি খলিফার নিকট সংরক্ষিত রাখা হয়।

এরপর বিভ্রান্তি নিরসনের জন্য বিক্ষিপ্তভাবে সংরক্ষিত প্রতিলিপিগুলো সকলের কাছ থেকে সংগ্রহ করে বিনষ্ট করে দেওয়া হয়।

এভাবে ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রা.-এর পত্যক্ষ তত্ত্বাবধানে পবিত্রকুরআন সংকলিত ও বিভিন্ন প্রদেশে

প্রেরিত হয় বিধায় তাঁকে “جمع القرآن ” বা কুরআন সংগ্রহকারী বলা হয়।

 

 

Collect PDF / View PDF

 

Collect PDF

About anwar

Check Also

The Productive Muslim - প্রোডাক্টিভ মুসলিম By Mohammed Faris মোহাম্মদ ফারিস (PDF Bangla Boi) cover

The Productive Muslim – প্রোডাক্টিভ মুসলিম By Mohammed Faris মোহাম্মদ ফারিস (PDF Bangla Boi)

The Productive Muslim – প্রোডাক্টিভ মুসলিম By Mohammed Faris মোহাম্মদ ফারিস (PDF Bangla Boi) The …

Leave a Reply