Breaking News

Sirat-un-Nabi. – সীরাত-উন-নবী part- 3 by Ibn Hisham (Bengali Translation, PDF Book)

Sirat-un-Nabi. – সীরাত-উন-নবী part- 3 by Ibn Hisham (Bengali Translation, PDF Book)

Sirat-un-Nabi. – সীরাত-উন-নবী কে হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) – এর অন্যতম বিখ্যাত ও খাঁটি জীবনী

হিসাবে বিবেচনা করা হয়। এই বিশালাকার বইটি মূলত 8 টি ভাগে বিভক্ত ছিল। তবে বিভিন্ন প্রকাশনা বইটি বিভিন্ন খণ্ডে প্রকাশ

করেছে। প্রথম অংশটি বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) – এর জীবনী নিয়ে আলোচনা করা হয়েছে ।

দ্বিতীয় অংশে হযরত মুহাম্মদ (সা : ) ব্যক্তিত্ব ও চরিত্র, তাঁর পছন্দ-অপছন্দ এবং তাঁর শিক্ষা সম্পর্কে বিভিন্ন দিক আলোচনা করা হয়েছে।

এই গ্রন্থে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর জীবনের ঘটনাবলী, যেদিন রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জন্মগ্রহণ

করেছিলেন এবং সেই দিনেরও পূর্বের পটভূমি সহ সেদিন পর্যন্ত যেদিন রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইন্তেকাল

করেছিলেন সেইদিন পর্যন্ত উনার জীবনের সকল কিছু রেকর্ড করা হয়েছে।

মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)- এর জীবনের ঘটনাবলী গণনার বাইরে এই ঘটনার পাঠ ও নৈতিকতা একটি ঘটনার

তাৎপর্য এবং নবীর আমল বা কাজের পিছনে যে প্রজ্ঞা রয়েছে তা নির্দেশ করা হয়েছে।

Sirat-un-Nabi by Ibn Hisham (Bangla PDF Book) 3th part

 

Book Details: 

Name: Sirat-un-Nabi. 3th part সীরাত-উন-নবী .

Writer: Ibn Hisham ইবনে হিশাম.

Language: Bengali.

Format: PDF

PDF File Size: 28.5 Megabytes

Pages: 344 page.

Source: Internet.

Collected By: BookBDarchive.com.

 

 

 
ইবনে হিশাম যার পুরো নাম আবু মুহাম্মাদ ‘আবদ আল-মালিক বিন হিশাম। ইবনে হিশাম একজন বিখ্যাত ও প্রাচীন সীরাত
 
সংকলক। তিনি ইবনে ইসহাকের সংকলিত সীরাত বা হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর জীবনীকে
 
পুনর্সম্পাদনা করেন যা সিরাতে ইবনে হিশাম নামে পরিচিত। ইবনে ইসহাকের সীরাতটি বিলুপ্ত হয়ে গেলেও ইবনে হিশাম ও আল
 
তাবারীর পরিবর্তিত সংষ্করণে এটি এখনো জীবিত আছে।বর্তমানে তার সীরাত গ্রন্থকে প্রামণ্য হিসাবে বিবেচনা করা হয়।ইবনে
 
হিশাম বসরায় তার শৈশবকাল অতিবাহিত করেন এবং পরবর্তীতে মিশরে চলে আসেন। 
 
 
 
 
 

 

 

About admin

Check Also

The Productive Muslim - প্রোডাক্টিভ মুসলিম By Mohammed Faris মোহাম্মদ ফারিস (PDF Bangla Boi) cover

The Productive Muslim – প্রোডাক্টিভ মুসলিম By Mohammed Faris মোহাম্মদ ফারিস (PDF Bangla Boi)

The Productive Muslim – প্রোডাক্টিভ মুসলিম By Mohammed Faris মোহাম্মদ ফারিস (PDF Bangla Boi) The …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *