The Two Towers দ্য টু টাওয়ার্স by J. R. R. Tolkien (Translate PDF Bangla Boi)
The Two Towers দ্য টু টাওয়ার্স
রুখতেই হবে সাউরানকে। কিছুতেই সে যেন ফিরে না পায় সর্বনাশা রিংটি। পেলে গােটা মধ্যবিশ্ব হবে ছারখার। মুক্তিপথের ক্লান্ত পথিক শ্যন্ত্রিাসফকে এসব বড় ভাবাচ্ছে। তার ওপর কাটা ঘায়ে নুনের ছিটার’ ভূমিকায় নেমেছে সারুম্যান দ্য হােয়াইট, হােয়াইট কাউন্সিলের কর্ণধার-গ্যাঞ্জালফে এক সময়ের সুহল। তবে অকুতােভয় গ্যাঞ্জ লক্ষ হাত গুটিয়ে বসে নেই, জড় করছে তার অন্য মিত্রদের-ল্যাগােল্যাস দ্য এলফ, গিলি দ্য ডুয়ার্ফ, সায়ারের ফ্রোড়াে ব্যাগিন্স ও বিলবাে ব্যাগিন্স, এরাথর্ন- তনয় এরাগন, রিভেগুল এর অধিপতি এলরও, রােহানের দণ্ডমূঞ্জের কর্তা থিওডেন। এরা কি পারবে সাউরানের পৃথিবীজোড়া কুপ্রভাব নস্যাৎ করতে? ঘরের শত্রু সাম্যানকে নিয়েই বা কি করবে গ্যাঞ্জালফ? লরিয়েনের যাদুম্রাজ্ঞী গ্লাড্রিয়েল ও যে কিছু বুঝতে পারছে না। গন্ডরের পতন তাে চার আনা হয়ে গেছে। কোথায় থামবে মর্ডরের ডার্কলঙ? কি হবে বৈশ্বিক সাম্যভাবের ভবিষ্যত?
Book Details:
Name : The Two Towers দ্য টু টাওয়ার্স .
Writer : J. R. R. Tolkien জে আর আর টকিয়েন.
Translated By : Tofazzal hossain তোফাজ্জল হোসেন .
Category/Genre: Theiler.
Language: Bengali
Format: PDF
Pages : 349 Pages.
PDF File Size: 14.1 MB
Source: Internet.
Collected By :BookBDarchive.com
লেখক সম্পর্কে কিছু কথা :
জে. আর. আর. টলকিন পুরো নাম জন রোনাল্ড রিউএল টলকিন। তার জন্ম ৩ জানুয়ারী ১৮৯২সালে ব্লোমফন্তেইন, ওরেঞ্জ ফ্রি স্টেট (বর্তমান দক্ষিণ আফ্রিকা)। তিনি একজন ইংরেজ কবি, লেখক এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তিনি তার ধ্রুপদী উচ্চ-ফ্যান্টাসিধর্মী দ্য হবিট, দ্য লর্ড অব দ্য রিংস ও দ্য সিলমারিওন বইয়ের জন্য বিখ্যাত। টলকিনের পিতার দিক থেকে পূর্বপুরুষগণ ছিলেন মধ্যবিত্ত কারিগর। তারা দেয়াল ঘড়ি, হাতঘড়ি ও পিয়ানো তৈরি করতেন এবং লন্ডন ও বার্মিংহামে তা বিক্রি করতেন। টলকিনের পরিবার ১৮শ শতাব্দীতে জার্মানি থেকে ইংল্যান্ডে আসেন কিন্তু তারা দ্রুতই ইংরেজ হয়ে যান। তার পরিবারের ইতিহাস অনুযায়ী টলকিনগণ সাত বছরের যুদ্ধ চলাকালীন ১৭৫৬ সালে মহান ফ্রেডেরিকের ইলেক্টোরেট অব স্যাক্সনির অভিযানকালে শরনার্থী হয়ে ইংল্যান্ডে আসেন।
তিনি ২রা সেপ্টেম্বর ১৯৭৩ সালে বোর্ন্মাথ, যুক্তরাজ্য তে মারা যান।